বেটনোভেট সি ক্রিম এর দাম কত | Betnovate C Cream 2023

Rate this post

আপনারা অনেকেই আজকে বেটনোভেট সি ক্রিম এর দাম কত তা জানেন না। আবার অনেকেই তা জানার জন্য বিভিন্ন ওয়েবসাইটে এ সর্ম্পকিত তথ্য খুঁজে থাকেন। আজকে তাই আজ বেটনোভেট সি ক্রিম এর দাম কত এ সর্ম্পকিত বিষয়গুলো আপনারা এই আর্টিকেলের মাধ্যমে জানতে পারবেন। আপনারা এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। নিচে এ সর্ম্পকে বিস্তারিত ধারনা  আলোচনা করা করা হলো।

বেটনোভেট সি ক্রিম এর দাম কত

আপনারা অনেকেই বেটনোভেট সি ক্রিম এর দাম কত, এর কাজ কি এবং এর কাজ সর্ম্পকে বিভিন্ন তথ্য জানার জন্য ওয়েবসাইটে তথ্য খুঁজে থাকেন। ত্বকের যত্নের জন্য বেটনোভেট সি খুবই প্রয়োজনীয় একটি ক্রিম। বেটনোভেট সি ক্রিম এর দাম কত? বিশেষ করে মেয়েরা এই ক্রিম টি বেশি ব্যবহার করে থাকে। বেটনোভেট সি ক্রিম এর দাম কত? অনেক ছেলে-মেয়ে বয়সন্ধিকালে প্রচুর পরিমাণে মুখে ব্রণ বের হওয়ার কারনে অনেকেই তা দূর করার জন্য এই ক্রিমটি ব্যবহার করে থাকে। এই বেটনোভেট সি ক্রিম ১০ মিঃগ্রাঃ মূল্য মাত্র ৩০.০০ টাকা

বেটনোভেট সি ক্রিম কিভাবে ব্যবহার করবে

বেটনোভেট সি ক্রিম ব্যবহারের নিয়ম নিচে দেওয়া হলো-

  • ঘুমাতে যাওয়ার আগে বেটনোভেট সি ক্রিম মুখ ভালো করে ধুয়ে লাগাতে হয়।
  • এইটা মুখের শুধু মেছতা দাগময় জায়গায় হালকা করে দিয়ে  ম্যাসেজ করতে হয়।
  • বেটনোভেট সি ক্রিম ব্যবহার করে রোদের আলোতে যাওয়া যাবে না এতে স্ক্রিন পুড়ে যাওয়ার সম্ভবনা আছে।

বেটনোভেট সি ক্রিম যে কারনে জনপ্রিয়

  • বেটামেথাসোন এবং হালোবেটাসোল নামের দুইটি কর্টিকোস্টেরয়েড ক্রিমের জনপ্রিয়তার পিছনে মূল থিওরি হলো এদের ‘রং ফর্সার করার ক্ষমতা’। এগুলো প্রেসক্রিপশন ছাড়া কেনা-বেচা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবুও ঐ একটি কারণে অবাধে কেনা-বেচা চলছে এবং ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে।
  • বিশেষজ্ঞদের মতে, ওষুধের বাজারের চরম দুর্নীতি, সরকারের উদাসীনতা, এবং আইন প্রয়োগের শিথিলতা হচ্ছে এই ওষুধগুলো লাগামছাড়া হওয়ার অন্যতম কারণ। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন-এর করা জরিপ থেকে এই তথ্যের সত্যতা মিলেছে।
  • একটি জরিপ করা হয়েছিল দিল্লী, কলকাতা, আহমেদাবাদ, এবং হায়দ্রাবাদের ১৬টি ফার্মেসীর উপরে। এদের মধ্যে মাত্র ১টি ফার্মেসীর কর্মচারীরা জানে যে এই ওষুধগুলো প্রেসক্রিপশন ছাড়া কেনা-বেচা সম্ভব না। কিন্তু তবুও তারা ব্যবস্থাপত্র ছাড়াই কাজটি করছে।
  • ৫টি ফার্মেসী জানেই না এই ওষুধগুলোর প্রকৃত কার্যকারিতা সম্পর্কে। তবুও তারা সেগুলো বিক্রি করেছে সিএনএন জেরা করা সত্ত্বেও। বাকি ১০টি ফার্মেসী সিএনএন-এর জেরাকে সুকৌশলে এড়িয়ে গেছে এবং বিক্রি করেছে প্রেসক্রিপশন ছাড়াই।
  • তবে কর্টিকোস্টেরয়েড যে শুধুমাত্র বেটামেথাসোন এবং হালোবেটাসোল ক্রিমে আছে তা কিন্তু নয়। বাজারের অন্যান্য রং ফর্সাকারী ক্রিমেও কর্টিকোস্টেরয়েড থাকে কিন্তু মোড়কে সেটা উল্লেখ করা থাকেনা। দামিশেট্টি নামক একজন চর্মরোগ বিশেষজ্ঞ একবার একটি বিখ্যাত রং ফর্সাকারী ক্রিম নিয়ে গবেষণা করেন।
  • তিনি ঐ ক্রিমটিতে ০.০৫৬ শতাংশ বেটামেথাসোন খুঁজে পেয়েছিলেন। নিয়মিত ঐ ক্রিম ব্যবহারের ফলে ব্যবহারকারী নিজের অজান্তেই বেটামেথাসোনে আসক্ত হয়ে পড়বে – এমনটাই দাবি করে দামিশেট্টি তার গবেষণার ফল লোকাল মিডিয়াতে প্রকাশ করেছিলেন।
  • কিন্তু ঐ ক্রিম উৎপাদনকারী সংস্থা পাল্টা প্রতিবাদ জানিয়ে দামিশেট্টিকে লিগ্যাল নোটিশ পাঠায়। এরপরে এই ব্যাপারটা বেশীদূর এগোতে পারেনি। তার উপর কোভিড মহামারী এসে পড়াতে বিষয়টা ধামাচাপা পড়ে যায়।

বেটনোভেট সি ক্রিম এর উপকারিতা

বেটনোভেট সি ক্রিম বেটনোভেট-সি ক্রিম নিয়মিত ব্যবহারেও মেছতার, যেকোন ব্রনের দাগ, কাটা দাগ, আস্তে আস্তে হালকা হয়ে যায়। ওষুধটি লিউকোসাইটের স্থানান্তরণকে বাধা দেয় এবং কৈশিকের প্রবেশযোগ্যতাকে হ্রাস করে প্রোস্টাগ্ল্যান্ডিন এবং অন্যান্য প্রদাহজনক মধ্যস্থতাকারীকে প্রতিরোধ করে। যেহেতু, মলমটি স্টেরয়েডাল হয়, তাই এটি মুখের মধ্যে ব্রণ, কালো দাগ এবং সূর্যালোকে সংবেদনশীলতা সহ মুখের অন্যান্য দাগ সারানোর জন্য এটি ব্যবহার করা হয়।

বেটনোভেট সি ক্রিম অপকারিতা-পারস্পরিক ক্রিয়াগুলি

বেটনোভেট সি ক্রিম এর দাম কত
বেটনোভেট সি ক্রিম এর দাম কত
  • ঝাপসা দৃষ্টি (Blurred Vision)
  • বদহজম (Indigestion)
  • উদ্বিগ্নতা এবং স্নায়বিক দৌর্বল্য (Anxiety And Nervousness)
  • চামড়া তে চুলকানি (Skin Itch)
  • শুকনো এবং ফাটা চামড়া (Drying And Cracking Of Skin)
  • ব্রণ (Acne)
  • চামড়ার রঙ পরিবর্তন (Change In Skin Color)
  • স্থায়ী সংক্রমণ (Persistent Infections)
  • অনিয়মিত মাসিক সময়কাল (Irregular Menstrual Periods)
  • অবসাদ (Depression)
  • শিশুদের মধ্যে ক্রমবর্ধমান বৃদ্ধি (Growth Retardation In Children)
  • কণ্ঠস্বর কর্কশতা (Hoarseness Of Voice)
  • ক্ষুধামান্দ্য (Loss Of Appetite)

আরও পড়ুনঃ রহিম আফরোজ সোলার ব্যাটারি দাম 2023

শেষ কথা

আজকের এই আর্টিকেলটির মাধ্যমে আপনারা আজ বেটনোভেট সি ক্রিম এর দাম কত জেনেছেন। এছাড়াও যদি এ সর্ম্পকে কোনোরকম প্রশ্ন আপনাদের মনে থেকে যায় তাহলে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে তা আমাদের জানাবেন। আমরা চেষ্টা করব এ সর্ম্পকে আপনাদের আরও তথ্য জানাতে।

error: Content is protected !!
Scroll to Top