লিবিয়া ১ টাকা বাংলাদেশের কত টাকা বা লিবিয়া টাকার মান কত এই ছোট্ট দুইটি প্রশ্নের উত্তর পরিষ্কারভাবে জানবো আমরা এই আর্টিকেল থেকে।সেই সাথে জানবো বিভিন্ন দেশের টাকার সাথে লিবিয়া টাকার রেট।আজ বাংলা ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,সোমবার।ইংরেজি ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ।এখন সময় বিকাল ৪:৪০ মিনিট।
লিবিয়া ১ টাকা বাংলাদেশের কত টাকা
আর্টিকেলের ভিতরে যা থাকছে
লিবিয়া মুদ্রার নাম লিবিয়ান দিনার।এই কারেন্সি কনভার্টার টুল ব্যাবহার করে দেখে নিন আজকের লিবিয়া ১ টাকা বাংলাদেশের কত টাকা –
অর্থাৎ আজকের লিবিয়া ১ টাকা সমান বাংলাদেশের ২২ টাকা ৮০ পয়সা।
লিবিয়া ১ টাকা বাংলাদেশের কত টাকা 2023
কারেন্সি কনভার্টার টুল ব্যাবহার করতে পারছেন না? কোন সমস্যা নেই।নিচের এই চার্টের মাধ্যমে দেখে নিন বিভিন্ন পরিমান লিবিয়া টাকা বা দিনার দিলে আপনি বাংলাদেশি কত টাকা পাবেন।
[gswpts_table id=43]
লিবিয়া টাকার রেট কত
- ২০১৮ সালে ১ লিবিয়া টাকার রেট ছিলো বাংলাদেশের ৫৮ টাকা ৬২ পয়সা।
- ২০১৯ সালে ১ লিবিয়া টাকার রেট ছিলো বাংলাদেশের ৫৭ টাকা ৪৭ পয়সা ছিলো।
- ২০২০ সালে ১ লিবিয়া টাকার রেট ছিলো বাংলাদেশের ১৮ টাকা ৪৫ পয়সা ছিলো।
- ২০২১ সালে ১ লিবিয়া টাকার রেট ছিলো বাংলাদেশের ১৮ টাকা ৬৫ পয়সা ছিলো।
- ২০২২ সালে ১ লিবিয়া টাকার রেট ছিলো বাংলাদেশের ১৮ টাকা ৫৫ পয়সা ছিলো।
- ২০২৩ সালে ১ লিবিয়া টাকার রেট বাংলাদেশের ২২ টাকা ৮০ পয়সা।
পৃথিবীর বিভিন্ন দেশের টাকার মান
লিবিয়ান দিনার ছাড়াও পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মুদ্রাগুলোর আজকের বাজার দর জেনে নিন এই চার্ট থেকে –
[gswpts_table id=2]
লিবিয়া ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশের ১ টাকা বাংলাদেশের কত টাকা জানতে নিচের ডাটা বক্স থেকে আপনার কাঙ্ক্ষিত দেশের নামের উপরে ক্লিক করুন।
লিবিয়া টাকার মান কত
২০১৮ সালেও বাংলাদেশি টাকার বিপরীতে লিবিয়ান দিনার অনেকটা শক্তিশালী ছিলো।সে সময় ১ লিবিয়ান দিনার দিলে বাংলাদেশি ৫৮ টাকা ৬২ পয়সা পর্যন্ত পাওয়া যেত।সময়ের সাথে সাথে বাংলাদেশি টাকার বিপরীতে লিবিয়া মুদ্রাটি অনেকটা দুর্বল হয়েছে।বর্তমানে ১ লিবিয়ান দিনার দিলে বাংলাদেশি ২২ টাকা ৮০ পয়সা পর্যন্ত পাওয়া যাচ্ছে।
কিভাবে কারেন্সি কনভার্টার টুল ব্যাবহার করে লিবিয়ান দিনার রেট জানবেন
- কারেন্সি কনভার্টার টুল ব্যাবহার করে লিবিয়ান দিনার রেট বের করা একদমই সহজ।
- শুধুমাত্র কারেন্সি টুলের প্রথম ডাটা বক্সে লিবিয়ান দিনার এর পরিমান লিখুন।
- দেখুন কারেন্সি কনভার্টার টুল আপনার কাঙ্ক্ষিত লিবিয়ান দিনার বাংলাদেশি টাকায় কনভার্ট করে ফেলেছে।
লিবিয়া ১ টাকা বাংলাদেশের কত টাকা প্রসঙ্গে শেষকথা
লিবিয়া ১ টাকা বাংলাদেশের কত টাকা এই ছোট্ট প্রশ্নটির উত্তর আশা করি এই আর্টিকেলে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিতে পেরেছি।আশা করি আপনারা যে উদেশ্যে লিবিয়ান দিনার থেকে বাংলাদেশি টাকায় কনভার্ট করতে চাচ্ছেন সেই উদ্দেশ্য সফল হবে।ধন্যবাদ।