উগান্ডার ১ টাকা বাংলাদেশের কত টাকা বা উগান্ডার টাকার মান কত এই ছোট্ট দুইটি প্রশ্নের উত্তর পরিষ্কারভাবে জানবো আমরা এই আর্টিকেল থেকে।সেই সাথে জানবো বিভিন্ন দেশের টাকার সাথে উগান্ডার টাকার রেট।আজ বাংলা ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,সোমবার।ইংরেজি ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ।এখন সময় বিকাল ৪:৩৪ মিনিট।
উগান্ডার ১ টাকা বাংলাদেশের কত টাকা
আর্টিকেলের ভিতরে যা থাকছে
উগান্ডার মুদ্রার নাম উগান্ডার শিলিং।এই কারেন্সি কনভার্টার টুল ব্যাবহার করে দেখে নিন আজকের উগান্ডার ১ টাকা বাংলাদেশের কত টাকা –
অর্থাৎ আজকের উগান্ডার ১ টাকা সমান বাংলাদেশের ০ টাকা ০২৯ পয়সা।
উগান্ডার ১ টাকা বাংলাদেশের কত টাকা 2023
কারেন্সি কনভার্টার টুল ব্যাবহার করতে পারছেন না? কোন সমস্যা নেই।নিচের এই চার্টের মাধ্যমে দেখে নিন বিভিন্ন পরিমান উগান্ডার টাকা বা শিলিং দিলে আপনি বাংলাদেশি কত টাকা পাবেন।
[gswpts_table id=20]
উগান্ডার টাকার রেট কত
- ২০১৮ সালে ১ উগান্ডার টাকার রেট ছিলো বাংলাদেশের ০ টাকা ০২২ পয়সা।
- ২০১৯ সালে ১ উগান্ডার টাকার রেট ছিলো বাংলাদেশের ০ টাকা ০২৩ পয়সা ছিলো।
- ২০২০ সালে ১ উগান্ডার টাকার রেট ছিলো বাংলাদেশের ০ টাকা ০২৩ পয়সা ছিলো।
- ২০২১ সালে ১ উগান্ডার টাকার রেট ছিলো বাংলাদেশের ০ টাকা ০২৪ পয়সা ছিলো।
- ২০২২ সালে ১ উগান্ডার টাকার রেট ছিলো বাংলাদেশের ০ টাকা ০২৪ পয়সা ছিলো।
- ২০২৩ সালে ১ উগান্ডার টাকার রেট বাংলাদেশের ০ টাকা ০২৯ পয়সা।
পৃথিবীর বিভিন্ন দেশের টাকার মান
উগান্ডার শিলিং ছাড়াও পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মুদ্রাগুলোর আজকের বাজার দর জেনে নিন এই চার্ট থেকে –
[gswpts_table id=2]
উগান্ডার ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশের ১ টাকা বাংলাদেশের কত টাকা জানতে নিচের ডাটা বক্স থেকে আপনার কাঙ্ক্ষিত দেশের নামের উপরে ক্লিক করুন।
উগান্ডার টাকার মান কত
২০১৮ সালেও বাংলাদেশি টাকার বিপরীতে উগান্ডার শিলিং অনেকটা দুর্বল ছিলো।সে সময় ১ উগান্ডার শিলিং দিলে বাংলাদেশি ০ টাকা ০২২ পয়সা পর্যন্ত পাওয়া যেত।সময়ের সাথে সাথে বাংলাদেশি টাকার বিপরীতে উগান্ডার মুদ্রাটি অনেকটা শক্তিশালী হয়েছে।বর্তমানে ১ উগান্ডার শিলিং দিলে বাংলাদেশি ০ টাকা ০২৯ পয়সা পর্যন্ত পাওয়া যাচ্ছে।
কিভাবে কারেন্সি কনভার্টার টুল ব্যাবহার করে উগান্ডার শিলিং রেট জানবেন
- কারেন্সি কনভার্টার টুল ব্যাবহার করে উগান্ডার শিলিং রেট বের করা একদমই সহজ।
- শুধুমাত্র কারেন্সি টুলের প্রথম ডাটা বক্সে উগান্ডার শিলিং এর পরিমান লিখুন।
- দেখুন কারেন্সি কনভার্টার টুল আপনার কাঙ্ক্ষিত উগান্ডার শিলিং বাংলাদেশি টাকায় কনভার্ট করে ফেলেছে।
উগান্ডার ১ টাকা বাংলাদেশের কত টাকা প্রসঙ্গে শেষকথা
উগান্ডার ১ টাকা বাংলাদেশের কত টাকা এই ছোট্ট প্রশ্নটির উত্তর আশা করি এই আর্টিকেলে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিতে পেরেছি।আশা করি আপনারা যে উদেশ্যে উগান্ডার শিলিং থেকে বাংলাদেশি টাকায় কনভার্ট করতে চাচ্ছেন সেই উদ্দেশ্য সফল হবে।ধন্যবাদ।